NAME
Ram thakur
Ram thakur

বেদবাণী - দ্বিতীয় খন্ড (উদ্ধৃত উপদেশাবলী)

২/১৩ - ভাগ্যং ফলতি সর্ব্বদা। অতএব ভাগ্যকে মানিয়া ভাগ্যের অধীন হইয়া চলিলে সকলই সৌভাগ্যশালী হইতে পারে।
২/২১ - ভাগ্য অনুসারে জীবের সঙ্করে ফলাফল ভোগ করে। অতএব সত্যকে স্মরন করিয়া সত্য নিয়া থাকিতে বিশেষরূপে চেষ্টা করিবা।
২/৩৫ - এই জগতে পর কেহ নাই। অহঙ্কার বশেই আপন পর বলিয়া মনে হয়।
২/৪৪ - সত্যং পরম্‌ ধীমহি, সত্যই পরম পদার্থ জানিবেন।
২/৪৬ - সত্যং পরম্‌ ধীমহি। সত্যই স্থায়ী, অসত্য অস্থায়ী জানিবেন।
২/৫৪ - লোক সকল স্ব স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে। ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না।
(ভাগ্যং ফলতি সর্ব্বত্র)
২/৬৯ - স্বীয় প্রকৃতির অংশে পরিতৃপ্ত থাকিতে পারিলে ভাগ্যফল মুক্ত হইয়া অবিযোগ সত্যকে পাইয়া থাকে।
২/৭৪ - সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পায় তাহা। যে যাহা চিন্তা করে দেহান্তে তাহাই পাইয়া থাকে।
২/১০৪ - আপনার করুনা পদ ভগবান বিস্তার করিয়া রাখিয়াছেন।
১০ ২/১০৫ - সত্যব্রতই পরম ধর্ম্ম, অনন্য চিন্তায় সকল অভিষ্ট সিদ্ধ করিয়া দেয়, কোন অভাব রাখে না।
১১ ২/১০৬ - যাহা প্রাক্তনে উপস্থিত করে, যথাযোগ্য ভাবে সর্ব্বদা সহ্য করিয়া থাকিবেন, ইহাই ভগবদ্‌ কৃপার স্থান।
১২ ২/১৩৫ - নিত্য সত্যই ধর্ম্ম। সত্যই পরম ধর্ম্ম, সত্যই পরম গুরু, সত্যই পরম পদ, সত্যই পরম তপঃ, সত্যই পরমাত্মার স্বরূপ। সত্যই আদি, অনাদি, সত্যই পরামুক্তি, পরাগতি।
১৩ ২/১৪৭ - প্রাক্তন নির্দ্দিষ্ট ভোগ ভিন্ন জীবগনের কোনই অধিকার নাই।
১৪ ২/১৭১ - ভাগ্যভোগ ভুগিতেই হইবে।
১৫ ২/১৭৪ - সত্য ছাড়া এই ত্রিজগতে আপন কেহ নাই। সেই সত্যকেই ভাগ্য বলিয়া থাকে। ভাগ্যই ফলদাতা জানিবেন।
১৬ ২/১৭৫ - সত্য সেবা ভিন্ন অসত্যের সেবায় জন্মমৃত্যু বশ ত্যাগ করিতে পারে না। ভাগ্যং ফলতি সর্ব্বত্র।
১৭ ২/১৭৬ - ভাগ্যকে মানিয়া ভাগ্যরথে চলিলে ভাগীরথের ন্যায় এই সংকর অস্থায়ী তরঙ্গ হইতে মুক্তিপদ লাভ করিতে সক্ষম হয় জানিবেন।
১৮ ২/১৮৩ - প্রারব্ধবশতঃ এ জগত চলিয়া থাকে। যখন যাহার ভাগ্যে যাহা হয় তাহা মঙ্গলই হইয়া থাকে।
১৯ ২/১৮৭ - চিন্তা করিবেন না, যাহা ভগবান করেন ভালই করেন।
২০ ২/১৯৫ - ভবিতব্য সংসারের বিধান করিয়া থাকেন।
২১ ২/১৯৬ - ভবিতব্য যেখানে উদয় করিবে (বিবাহ) সেখানেই হইবে, তাহার বাধা দেওয়া যায় না।
২২ ২/১৯৮ - পতি সেবাই সতীর পরম ঐশ্বর্য, পতিযোগই সতীর পরম শান্তি।
২৩ ২/২০০ - ভবিতব্য যাহা করেন তাহার হাত এড়ান যায় না।
২৪ ২/২১০ - প্রাক্তনই ভোগের উপকরন, উদয়-অস্ত দ্বারা অনুলোম বিলোম করিয়া থাকে।
Best viewed in Firefox / Google Chrome / IE 9.0 or higher
© Shri Shri Kaibalyadham Jadavpur, West Bengal India, 2013.
Website Design By: DRS Tech