NAME
Ram thakur
Ram thakur

পুজা পাঠ উৎসব

শ্রীশ্রীরামঠাকুরের ইচ্ছা অনুযায়ী সত্যনারায়ণের সেবাই হল শ্রীশ্রীকৈবল্যধামের সর্বপ্রধান লক্ষ্য ও কর্তব্য। দিনের কর্মসূচী শুরু হয় সূ্র্যোদয়ের বহু আগে ভোরের মঙ্গলারতি দিয়ে। তারপর ঊষাকীর্তন ও বেদবাণী পাঠ। সন্ধ্যায় শ্রীশ্রীসত্যনারায়ণের পূজার পর ধর্ম ও জাত-পাতের ঊর্ধে উঠে ভক্তরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে সিরণি প্রসাদ গ্রহণ করেন। তা ছাড়া, দুপুরে দিনের পুজো শেষ হলে বিতরণ করা হয় মহাপ্রসাদ।

বছরে কয়েকটি বিশেষ দিন বা তিথি বিশেষ উদ্দীপনা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার ঐতিহ্য সুপ্রতিষ্ঠিত হয়েছে শ্রীশ্রীকৈবল্যধামে: ঠাকুরের জন্মবার্ষিকী, শ্রীশ্রীধামের প্রতিষ্ঠাবার্ষিকী, মোহান্ত মহারাজদের স্মরণ তিথি, দোলপূর্ণিমা, বাংলা নববর্ষ, অক্ষয় তৃতীয়া, গুরুপূর্ণিমা, দুর্গাপূজা প্রভৃতি। শ্রীশ্রীধামের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবছর অতি মনোজ্ঞ উৎসব উদযাপিত হয় এবং সেদিন ধামে প্রায় লক্ষাধিক ভক্তসমাবেশ ঘটে। শ্রদ্ধা নিবেদন করতে ভক্তবৃন্দ আসেন ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে।

আশ্রমের ঐতিহ্য অনুসরণ করে গোমাতা সেবা ও তাদের যথাযথ পরিচর্যার কাজও ধামে দৈনন্দিন কর্মসূচীর গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।

SriSriKaibalayadham SriSriKaibalayadham SriSriKaibalayadham SriSriKaibalayadham SriSriKaibalayadham SriSriKaibalayadham
Best viewed in Firefox / Google Chrome / IE 9.0 or higher
© Shri Shri Kaibalyadham Jadavpur, West Bengal India, 2013.
Website Design By: DRS Tech