পার্থিব জীবনের অসহনীয় যন্ত্রণা, দুঃখ, অন্যায়-অবিচার ও নীতিদূষণ থেকে মানুষকে রক্ষা ও উদ্ধার করতে সর্বশক্তিমান ঈশ্বর মাঝে মাঝে এই ধরাধামে অবতরণ করেন মানবদেহ ধারণ করে। দুঃখ-দুর্দশা থেকে পরিত্রাণ পেতে তাদের দেন সঠিক পথের সন্ধান। তাঁর দিব্যপ্রেমের পরশমণি ছুঁইয়ে আর জীবনযাপনের আদর্শ পথ প্রকট করে তিনি সাধারণ মানুষকে উন্নীত করে নিয়ে যান আধ্যাত্মিক উদ্ভাস ও ঈশ্বর-সচেতনতার অনন্যসাধারণ স্তরে।