NAME
Ram thakur
Ram thakur

ভূমিকা ও প্রাথমিক উদ্দেশ্য

Image

শ্রীশ্রীরামঠাকুরের জীবদ্দশাতেই প্রতিষ্ঠিত হয়েছিল তিনটি আশ্রম; তার মধ্যে "শ্রীশ্রীকৈবল্যধাম" নামে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়তলিতে একটি ও ভারতবর্ষে কলিকাতার যাদবপুরে দ্বিতীয়টি এবং তৃতীয়টি "সত্যনারায়ন সেবামন্দির" নামে তাঁর পবিত্র জন্মভূমি বাংলাদেশের ডিঙ্গামানিক গ্রামে। বাংলাদেশের চৌমুহণীতে ঠাকুরের শ্রীদেহ সমাধিত হয় এবং পরবর্তীকালে সেখানে "সমাধিমন্দির" নামে আর একটি আশ্রম স্থাপিত হয়। এছাড়া কুমিল্লা, বাংলাদেশে আছে শ্রী শ্রী রাসস্থলী।

শ্রীশ্রীকৈবল্যধাম শ্রীশ্রীরামঠাকুর প্রতিষ্ঠিত সম্পূর্ণ বেসরকারি একটি ধর্মীয় সংস্থা এবং বর্তমানে এটি শ্রীশ্রীঠাকুরের আশ্রিত ভক্ত অনুরক্ত ও অনুসারী পরিবারের সদস্যবৃন্দের পারমার্থিক সম্পদ। ধামের মোহান্ত হলেন ধামের সর্বোচ্চ আধ্যাত্মিক ও প্রশাসনিক প্রধান। বাংলাদেশের পাহাড়তলিস্থিত শ্রীশ্রীকৈবল্যনাথের মোহান্তই হবেন যাদবপুরের শ্রীশ্রীকৈবল্যধাম  সহ অন্য যে সকল মন্দির ও আশ্রম বর্তমানে রয়েছে ভারত, বাংলাদেশ বা অন্য যেকোনো দেশে এবং ভবিষ্যতে স্থাপিত হতে পারে এমন সমস্ত সকল মন্দির, বা আশ্রমের মোহান্ত।

শ্রীশ্রীকৈবল্যধামের সঠিক পরিচালনা ও সার্বিক উন্নয়নের জন্য শ্রীশ্রীকৈবল্যনাথের মোহান্ত শ্রীশ্রীঠাকুরের আশ্রিতদের মধ্যে থেকে সদস্য নির্বাচন করে বিভিন্ন ধামের জন্য একটি করে কার্যনির্বাহ সমিতি গঠন করে দেন। এই কার্যনির্বাহ সমিতি মোহান্তের অনুমোদন সাপেক্ষ। সদস্যদের মধ্যে থেকে একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং অন্যান্য পদাধিকারী সদস্য নির্বাচন করেন। তাঁর অনুপস্থিতিতে সমিতি যে-সব সুপারিশ ও কর্মপন্থা অনুসরণ করবে-সে-সবের নির্দেশ মোহান্তই দিয়ে যান।

ধামের প্রাথমিক উদ্দেশ্য -

শ্রীশ্রীকৈবল্যধাম বিগ্রহের নিত্য সেবা ও পূজার ব্যবস্থা করা;

শ্রীশ্রীঠাকুরের বাণী ও জীবনদর্শন প্রচারের আয়োজন করা এবং ধর্ম ও ভিন্ন ভিন্ন বিশ্বাস নির্বিশেষে সমাজে বৃহত্তম অংশের মানুষকে প্রণোদিত করা তাঁরা যেন তাঁদের জীবন শ্রীশ্রীঠাকুরের চরণে সমর্পণ করার জন্য এগিয়ে যান;

ত্যাগব্রতসমৃদ্ধ জীবনযাপনের জন্য আশ্রমবাসীদের প্রণোদিত করা এবং তাঁরা যেন একদল শৃঙ্খলাপরায়ণ নিঃস্বার্থ কর্মী হিসেবে কাজ করে যান সে বিষয়ে লক্ষ্য রাখা;

যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির যথাযোগ্য রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা;

আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজ উন্নয়নমূলক কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া;

বিভিন্ন ধাম/আশ্রম পরিচালিত মানবহিতৈষী ও দাতব্য ক্রিয়াকর্ম প্রবর্তন ও প্রসারণ সম্বন্ধে শ্রীশ্রীঠাকুরের ধ্যানধারণার কথা প্রচার করা;

ধামের দাতব্য ঔষধালয়ের মাধ্যমে সমাজের আর্ত পীড়ীত জনসাধারণের যথাযথ চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করা;

ক্যানসার, ডায়াবেটিস প্রভৃতি রোগ প্রতিরোধের ব্যাপারে সমাজের মানুষকে সচেতন করা।

Image

প্রধান ধাম ও আশ্রম

শ্রীশ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম-বাংলাদেশ

শ্রীশ্রী কৈবল্যধাম, যাদবপুর (কোলকাতা)-ভারতবর্ষ

শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দির, ডিঙ্গামানিক-বাংলাদেশ

শ্রীশ্রী সমাধি মন্দির, চৌমুহণী-বাংলাদেশ

শ্রীশ্রী রাসস্থলী, কুমিল্লা-বাংলাদেশ

Best viewed in Firefox / Google Chrome / IE 9.0 or higher
© Shri Shri Kaibalyadham Jadavpur, West Bengal India, 2013.
Website Design By: DRS Tech