NAME
Ram thakur
Ram thakur

শ্রীশ্রীকৈবল্যধামের বিভিন্ন উন্নয়নমুখী ভবিষ্যৎ পরিকল্পনা

Image

সেমিনার, ওয়ার্কশপ প্রভৃতি আলোচনাচক্র আয়োজন করে সে-সবের মাধ্যমে ক্যানসার, ডায়াবেটিস, এইচ.আই.ভি, এড‌স্‌, হেপাটাইটিস বি, ডেঙ্গু, ম্যালেরিয়া, পাল্‌স্‌ পোলিও প্রভৃতি রোগ সম্বন্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে আরও সম্প্রসারিত করা;

চিকিৎসার জন্য দরিদ্রদের সাহায্যদানের কর্মসূচীর আরও সম্প্রসারণ;

পারলৌকিক ক্রিয়ার কাজ নির্বিঘ্ন এবং সম্পূর্ণ সন্তোষজনক করতে ধামের প্রয়োজনীয় সংস্কার সাধন;

শ্রীধাম-প্রাঙ্গণের বর্তমান জমিতে নতুন একটি গৃহনির্মাণ - যে-গৃহে দূরাগত ভক্তরা থাকতে পারবেন এমন অতিথিকক্ষও থাকবে। বেদবাণী পাঠ ও আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ ও অন্যান্য আধ্যাত্মবিষয়ক ও ভক্তিমূলক পাঠ ও আবৃত্তির জন্য অডিও-ভিজুয়াল সরঞ্জামযুক্ত বিশেষ সভাকক্ষ'র ব্যবস্থা;

বর্তমান গ্রন্থাগার ও তার ব্যবহার করার সুযোগসুবিধা ও শিক্ষামূলক অন্যান্য কর্মসূচির সম্প্রসারণ;

সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রদের মধ্যে যোগব্যায়ামের তাৎপর্য ও উপকারিতার কথা প্রচার করার উদ্দেশ্যে যোগশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা;

শ্রীশ্রীরামঠাকুরের আদর্শ, শিক্ষা ও জীবনদর্শন জনকল্যাণে গ্রহণযোগ্য করে তুলতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন;

পরিবেশ বিজ্ঞানসম্মত ভাবে আরও সুন্দর করে তোলা;

শ্রীশ্রীকৈবল্যধাম প্রাঙ্গণে-কম্পিউটার নেটওয়ার্কিং ও ইন্টারনেট সংযোগব্যবস্থার আধুনিকীকরণ;

শ্রীশ্রী ধাম এবং ভক্তদের নিরাপত্তার স্বার্থে যথেষ্ট স্ংখ্যক নজরদারি ক্যামেরা প্রতিস্থাপন;

Best viewed in Firefox / Google Chrome / IE 9.0 or higher
© Shri Shri Kaibalyadham Jadavpur, West Bengal India, 2013.
Website Design By: DRS Tech