NAME
Ram thakur
Ram thakur

জনসেবা:শিক্ষা

ImageImageশিক্ষার ক্ষেত্রে শ্রীশ্রীকৈবল্যধাম,যাদবপুর তার প্রয়াসের জন্য গর্বিত ও আনন্দিত। গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের স্কুল কলেজের বেতন এবং বইপত্র ছাড়াও ষ্টেশনারি জিনিস কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য করে চলেছে শ্রীশ্রীকৈবল্যধাম। এই প্রকল্পের মধ্যে রয়েছে-অতি দরিদ্র মেধাবী তরুণ-তরুণীদের উচ্চতর শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশুনো করার জন্য অর্থসাহায্য। তাছাড়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পরিচালিত ব্লাইন্ড বয়েজ অ্যাসোসিয়েশন-এর একজন মেধাবী ও দৃষ্টিহীন ছাত্রের লেখাপড়া চালানোর ব্যয়ভার বহন করে চলেছে শ্রীশ্রীকৈবল্যধাম,যাদবপুর।

Best viewed in Firefox / Google Chrome / IE 9.0 or higher
© Shri Shri Kaibalyadham Jadavpur, West Bengal India, 2013.
Website Design By: DRS Tech